টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত
কক্সবাজারের টেকনাফে সোমবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
উপজেলার লেদা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের বাচা মিয়ার ছেলে মো. আলম ও জাদিমোড়া ক্যাম্পের মো. রফিক।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যাওয়ার পর মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এসময় দুইটি দেশীয় তৈরি অস্ত্র, ৭ রাউন্ড গুলি, ২ হাজার ২শ’ ইয়াবা ও ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us: