আশাশুনিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া বিষয়ক কর্মশালা
আশাশুনিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দিপ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শিক্ষক সেলিনা আক্তার। গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শন করেন, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা। গ্রাম আদালত, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া ও নারীর অংশ গ্রহনের গুরুত্ব সম্পর্কে আলোচনা রাখেন, জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দিন। অনুষ্ঠানে অংশ গ্রহনকারীদের ফিড ব্যাক গ্রহণ এবং দলীয় কাজ শেষে পোষ্টার পেপারে লিখিত সমস্যা ও সমস্যা সমাধানের উপায় সমন্বলিত উপস্থাপনা করেন, ইন্দ্রিরা, রমেচা খানম, বিউটি খাতুন ও রাফেজা খানম। অনুষ্ঠানে অংশ গ্রহনকারীদের মধ্যে তহমিনা রহিম, মজিদা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।