কালিগঞ্জে ফণীর ছোবলে ২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত : আহত ২, মৃত ১
প্রচণ্ড ঝড়ো বাতাসে আশ্রয় কেন্দ্রের ছাদ থেকে পড়ে ২জন জখম হয়েছে। শুক্রবার (৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ শ্রীপুর ইউপির ছাদ থেকে পড়ে আনিছুর রহমান (১৯) নামে এক যুবক মারাত্মক রক্তাক্ত জখম হয়েছে। সে দক্ষিণ শ্রীপুর গ্রামের নরিম আলী গাজীর ছেলে । তাৎক্ষণিক ওই আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়।
এসময় তার মুখের থুতনিতে পাঁচটি সেলাই দেওয়া হয়। অপরদিকে সোতা গ্রামের আজগর আলী পাড়ের ছেলে আমিনুর রহমান পাড় (২৮) আশ্রয়কেন্দ্রে যাবার পথে গাছের ছোট ডাল পড়ে আহত হয়।
অপরদিকে ফণীর ছোবলে বন্দকাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসা, নলতা ইউনিয়নের আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনী উড়িয়ে নিয়েগেছে।
এছাড়াও মুকুন্দমধুসুদন পুর চৌমুহনী বাজারে এরশাদ আলীর ছেলে সোহেল সানার অফিসের ছাউনি, সোনাতলা গ্রামের রেজাউল ইসলামের বিধবা কন্যা হালিমা খাতুন (৪০) এর বসতঘর উড়িয়ে নিয়ে গেছে ফণী। এ ছাড়া সাতক্ষীরা জেলায় আর কনো মারাত্মক কোন দুর্ঘটনা ঘটেনি।
কালিগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার জানান , গৃহবধূ মোমেনা খাতুনস্ট্রোকজনীত কারণে মৃত্যুবরণ করেছে । ও আহদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।