ঘূর্ণিঝড় ‘ফণি’:সাতক্ষীরা জেলাকে ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় উপকূলীয় সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুত নেয়া হয়েছে। এরইমধ্যে এ জেলা ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় এনেছে সাতক্ষীরা আবহাওয়া অফিস।

ইতিমধ্যে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সাতক্ষীরা থেকে অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া মাছ ধরা সব নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।

এখানকার বাসিন্দাদের জন্য ১৩৭টি আশ্রয়কেন্দ্র, জেলায় দুর্যোগ মোকাবেলায় ৩২শ প্যাকেট শুকনা খাবার, ১১৬ টন চাল, ১ লক্ষ ৯২হাজার টাকা, ১১৭ বান টিন, গৃণ নির্মাণে ৩ লক্ষ ৫১ হাজার টাকা ও ৪০ পিস শাড়ি মজুদ আছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অফিসে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্তণ কক্ষের ফোন নম্বর ০৪৭১৬৩২৮১।

১৫-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা করে বলা হয়, ৮, ৯ ও ১০ নম্বর সর্তক সংকেত আসলে উপকূলীয় মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে হবে। সংকেত প্রচারে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)