সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জাতীয় গোয়েন্দা সংস্থার সাতক্ষীরার সহকারী পরিচালক শামীম আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সর্কেলের সহকারী প্রকৌশলী আরেফিন সিদ্দিকী, জিপি অ্যাড. সরকার যামিনী কান্ত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাতক্ষীরা জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।