শ্যামনগরে ভাইপোর হাতে চাচা খুন
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি ইউনিয়নের পশ্চিম পরাণপুর গ্রামে ভাতিজার লাঠির আঘাতে হাতে চাচা ফজলু চৌকাদার (৪৫) খুন হয়েছে। সে পরাণপুর এলাকার মৃত আতিয়ার চৌকিদারের ছেলে।
নিহতের মেয়ে আকলিমাসহ স্থানীয় অনেকে জানান,দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ ছিল ফজলুর আপন বড় ভাই মজিদ চৌকিদারের সাথে। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্যরা দুই ভাইয়ের জমিজায়গা নিয়ে বিরোধ নিরসনের চেষ্টা করে ব্যার্থ হয়। অবশেষে গতকাল সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৪ টার সময় আবারও দু’পক্ষের বিরোধ নিরসনের জন্য স্থানীয় ভাবে শালিসে বসে কৈখালি ইউনিয়ন পরিষদের ৬ নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য পবিত্র মন্ডল,৮ নম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও ৮ নাম্বার ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি কেরামত আলীসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যাক্তি। শালিসের শেষে সকলের উপস্থিতিতে ফজলুর উপর হামলা চালায় মজিদ তার স্ত্রী ছফিরন ও ছেলে জোবায়ের চৌকিদার (২৫)। এ সময় জোবেয়ার মেহগনি গাছের লাঠি দিয়ে তার চাচা ফজলুর মাথায় ও ঘাড়ে আঘাত করে। ঘটনাস্থলে ফজলু অজ্ঞান হয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ভর্তি না নিলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে খুলনা আড়াইশ বেড সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয় বলে জানাযায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য পবিত্র মন্ডল বলেন,জমিজায়গা নিয়ে বিরোধ নিরসনের জন্য তিনি সহ অনেক গণ্যমাণ্য ব্যাক্তির উপস্থিতেই ফজলুর উপর হামলা চালায় তার ভাইপো জোবায়ের। তার লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ফজলুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, এ বিষয়ে থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইননানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে আছে বলে তিনি জানান।