রাষ্ট্র বর্ণবৈষম্যের পার্থক্য করে না শিক্ষা ও যোগ্যতার বিচার বিশ্লেষণ করে…….উপপুলিশ পরিদর্শক পীযুষ কান্তি ঘোষ
মঙ্গলবার সকাল ১০টায় কলারোয়ার কয়লা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে“আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস”২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিআইসি সদস্য(কারিতাস)মিঃ শিরিল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার উপপুলিশ পরিদর্শক(এসআই)পীযুষ কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কলারোয়া থানার এএসআই নুর আলী, সিডিও সুকুমার দাস, কারিতাসের জুনিয়ার হিসাব রক্ষক এবিএম নিজাম উদ্দীন, কলারোয়ার দলিত পরিষদের সভাপতি জয়দাস মন্ডল,কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানে সর্বজনীন প্রার্থনা করেন শ্রীপাতপুরের সুমতি রোজারিও ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-সৃষ্টি জগতের প্রকৃতি ও মানুষ উভয়ের মধ্যে বিভক্তি দেখা যায় কিন্তু মানুষের বিভক্তি মানুষেরই সৃষ্টি। তিনি বর্ণবৈষম্যের আলোকপাতে বলেন বাংলাদেশে কোন বর্ণবৈষম্যের পার্থক্য নেই। রাষ্ট্র কখনো বর্ণবৈষম্যের পার্থক্য না করে শুধুমাত্র শিক্ষা ও যোগ্যতার বিচার বিশ্লেষণ করে। তিনি পার্থক্যকারীদের উদ্দেশ্যে বলেন, যোগ্যতা নাই দাবি করে,দেঘোর পথে তারাই মরে। না করে যে পেতে চায়,দুঃখ তার পিছে যায়। সর্বশেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বর্ণবৈষম্য বিভক্তি কোন কিছু নয় আপনি প্রথমে ভাবুন আপনি মানুষ দ্বিতীয়ত আপনি বাংলাদেশের নাগরিক। এসময় আরো উপস্থিত ছিলেন-তাপস বিশ্বাস, রবউদ্দিন সরকার, নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস কলারোয়ার সিডিও সুকুমার দাস।