পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত ২

আজ মঙ্গলবার পাটকেলটার খলিষখালী স্কুলের সামনে ট্রাক ও মটর সাইকেলের সংঘর্ষে সৌরভ চক্রবর্ত্তী (২১) ও সাহাউদ্দীন ৩৮ নামে দুজন গুরতর আহত হয়েছে।

প্রতক্ষ্যদর্শীর জানান, সকালে পাটকেলঘাটা থেকে দলুয়াগামী ট্রাক খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে পরর্তীতে সাফাউদ্দীন গাজীর অবস্তার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার সি ভি হাসপাতালে নেওয়া হয়েছে।

খলিষখালী এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন যে রানী ভাটার মালিক জামাত নেতা আব্দুল খালেক ওরফে সানি খালেক প্রশাসনকে মোটাঅংকের অর্থের বিনিময়ে পরিকল্পিত ভাবে খালের মাটি কেটে ভাটায় নিয়ে আসছে। এ সকল মাটি আনার জন্য রয়েছে তার অবৈধ যানবাহন। আর এই যানবাহনের অধিকাংশ চালকই ১২/১৩বছরের কিশোর তাদের নিজস্ব কোন ড্রাইভিং লাইসেন্স নেই। এই যানবাহন থেকে মাটি রাস্তার উপর পড়ে প্রতিদিন শতশত মানুষ হচ্ছেন সড়ক দুর্ঘটনার শিকার।

বিষয়টি নিয়ে সরজমিনে তদন্ত করতে গেলে ইটভাটার ম্যানেজার রবিন পালিত জানান, আপনারা আপনাদের মত ব্যবস্তা নেন আমাদের করার কিছুই নেই। ইট ভাটার সর্দার আবু মুসা জানান, বিষয়টি খুবই দুঃখ জনক আমি গাড়িচালদের বলেছি সাবধানে গাড়ি চালতে ও মালিক বলেছে আহতদের ক্ষতিপুরণ দেবে  কেহ আমার কথা শোনেনা আমি এই প্রতিষ্টানের কর্মচারী মাত্র । বেশি কিছু বললে আমার চাকরী থাকবে না। এই বিষয়টি নিয়ে রানি ভাটার মালিক খালেক ওরফে সানি খালেকে নাম্বারে বার বার ফোন করলে তিনি ফোনটি রিসিভস করেননি। এমন অবস্তায় সড়ক দুর্ঘটনা এড়াতে ও রাস্তার এ সকল অবৈধ যানচলাচল বন্ধের জন্য অতিদ্রুত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)