” জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ” পেলেন অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোঃ খলিলুর রহমান অধ্যক্ষ, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজ, সাতক্ষীরা সদর – কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-১৪২৫ ও সনদ প্রদান করা হয়েছে। কলেজ সূত্রে জানা যায় – আঞ্চলিক ভাষা ও বাঙ্গালি সংস্কৃতি পরিষদ ( ৮৩/ বি,মৌচাক টাওয়ার ‘৭ম তলা ‘ মালিবাগ মোড়,কক্ষ নং – ৭০৮,ঢাকা- ১২১৭ ) কর্তৃক ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হল ( ২য় তলা) , রমনা, ঢাকায় বর্ষবরণ ১৪২৬ উপলক্ষে মেহেদী উৎসব ” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড – ১৪২৫ ও সনদ প্রদান ” এবং ‘দেখি বাংলার মুখ ‘ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, বর্তমান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা আব্দুল্লাহ আল হারুন, আপিল বিভাগের বিচারপতিসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরেজমিনে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সাথে কথা বলে জানা যায় – জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অনুকূলে সভাপতি গোবিন্দলাল সরকার ( আঞ্চলিক ভাষা ও বাঙ্গালি সংস্কৃতি পরিষদ) কর্তৃক গত ০৭ -০৪- ২০১৯ ইং তারিক চিঠি মারফত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ” প্রদানে মনোনীত করা হয়েছে বলে অবহিত করা হয় এবং গত ২৭ এপ্রিল ২০১৯ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৪.৩০ তিনি এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই শক্তি।আমার এলাকা তথা দেশের সর্বত্র ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক।
এ লক্ষ্যে আমি ১৯৯৭ সালে এলাকার সুধীজন, সচেতনমহল, সকলকে নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান ( কলেজ ) প্রতিষ্ঠা করি কিন্তু এ পথে ছিল অনেক বাধা -বিপত্তি, প্রতিবন্ধকতা। সকল প্রতিকূলতা পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজ।কলেজের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় -ঝাউডাঙ্গা কলেজকে নিজ হাতে গড়েছেন অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। আজ ঝাউডাঙ্গা কলেজ ডিগ্রী পর্যন্ত এমপিও ভুক্ত, এখানে আছে কারিগরি শাখা, ৯ টি বিষয়ে অনার্সসহ মাস্টার্স প্রক্রিয়াধীন। এ সবই অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষানুরাগের ফসল। অধ্যক্ষের এই অর্জনে আমরা ঝাউডাঙ্গা কলেজ পরিবার গর্বিত ও আন্দন্দিত।