সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা নার্সিং ইন্সটিটিউট মিলনায়তনে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফী প্রমুখ।
উল্লেখ্য, পুষ্টি সপ্তাহে বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় শাক-সবজি, ফলমূল ও মাছ-মাংস প্রদর্শনী করা হয়। এছাড়া মহিলাদের স্বাস্থ্য সম্মত পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, পুষ্টি সম্পন্ন শাক-সবজি ও ফলমূল উৎপাদন, শিক্ষার্থীদের কৃষি বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নার্সিং ইন্সটিটিউট’র ৩য় বর্ষের শিক্ষার্থী ফারজানা আরফিন। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ঘটে।