বৈশ্বিক সভায় যোগ দিতে ইথিওপিয়ায় সোহান
সবার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক একটি বৈশ্বিক সভায় অংশ নিতে ইথিওপিয়ায় গিয়েছেন বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের নির্বাহী প্রধান সোহানুর রহমান। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিতব্য জেন্ডার সমতা অর্জনে পুরুষ ও বালকদের সম্পৃক্তকরণের লক্ষে গড়ে বিশ্বের সর্ববৃহত জোট “মেনএনগেজ এলাইন্সে’র আয়োজনে তিন দিন ব্যাপি এ আলোচনায় অংশ নিয়ে সোহানুর বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরবেন।
তিনি আলোচনায় যোগ দিতে ২৯ এপ্রিল সকাল ৮টায় কাতার এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইথিওপিয়ার উদ্দ্যেশে রওনা করেন। কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি শেষে ৩০ ডিসেম্বর স্থানীয় সময় রাত্র সাড়ে ১২টায় তিনি আদ্দিস আবাবায় পৌঁছান। সোহানুর ছাড়াও গোটাবিশ্ব থেকে ৩০ জন যুবনেতাসহ বিশ্বের বেশকজন নামকরা বিশেষজ্ঞ এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানা গেছে।
এর আগে মেন এনগেজ এলাইয়েন্সের এদেশীয় চ্যাপ্টার এনগেজিং মেন এন্ড বয়েজ নেটওয়ার্ক সোহানুর রহমানকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশের পরিবর্তনের যুব দূত (ইয়ুথ চেঞ্জমেকার) হিসেবে ঘোষণা করে। যার অংশ হিসেবে সোহানুর রহমান এই অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন নেটওয়ার্কের কান্ট্রি কোওর্ডিনেটর এবং সচিবালয়ের দায়িত্বে থাকা সেভ দ্য চিলড্রেনের জেন্ডার এডভাইজার উম্মে সালমা।
বিশ্বের সাতশ’র বেশি নাগরিক সংগঠন এবং এর প্রতিনিধিদের নিয়ে গড়ে ওঠা মেনএনগেজ এলাইয়েন্স মূলত জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় পুরুষ ও বালকদের ভূমিকার উপরে গুরুত্ব দিয়ে থাকে। অনুষ্ঠানে তরুণ-তরুণীসহ বিশ্বের সবার জন্য যৌণ ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণ শেষে ৩ মে সোহানুর দেশে ফিরবেন বলে কথা রয়েছে।
বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের নির্বাহী প্রধান সোহানুর রহমান দীর্ঘদিন ধরে তরুণের সংগঠিত করে বাল্যবিবাহ প্রতিরোধকরণ, জেণ্ডার সমতা এবং জলবায়ু ন্যয্যতা আদায়ে কাজ করছেন। এরজন্য ২০১৭ সালে গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ আন্তর্জাতিক জোট থেকে ইয়ুথ ফর ওয়াটার এন্ড ক্লাইমেট পুরুষ্কার অর্জন করেন। তিনি জয়বাংলা এওয়ার্ড বিজয়ী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের অন্যত। প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক।
এছাড়া তিনি আন্তর্জাতিক বাল্যবিবাহ বিরোধী বৈশ্বিক সভায় অংশ নিতে ২০১৫ সালে মরোক্কো, ২০১৮ সালে কমনওয়েলথ সরকারপ্রধানদের সভার যুব ফোরামে যোগ দিতে লন্ডন এবং গত ১৫ এপ্রিল ভারতের কলকাতায় আন্তর্জাতিক জলবায়ু ও সুন্দরবন বিষয়ক সম্মেলনে অংশ নেন।