বুধহাটায় হ্যাকারের কবলে পড়ে ডাকবিভাগের নগদ উদ্যোক্তার খোয়া গেলো পৌনে দুইলাখ টাকা
আশাশুনি উপজেলার বুধহাটায় হ্যাকারের কবলে পড়ে বাংলাদেশ ডাকবিভাগের “নগদ” উদ্যোক্তার খোয়া গেলো পৌনে দুই লাখ টাকা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৬টার দিকে বুধহাটা বাজারের নিমতলা নামক গ্রামীণ টেলিকম সেন্টারে। এব্যাপারে সোমবার সকালে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
লিখিত ডায়েরী সূত্রে জানগেছে, বুধহাটা বাজারের নিমতলা নামক স্থানে বুধহাটা গ্রামের ভীম চন্দ্র দেবনাথের ছেলে অনিমেষ দেবনাথ দীর্ঘদিন ধরে ফ্লেক্সিলোড ও নগদ উদ্যোক্তা হিসেবে জনগণকে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে। রবিবার সন্ধ্যায় গ্রাহকের টাকা পাঠানোর উদ্দেশে অনিমেষের নগদ এজেন্ট সিমে (০১৭২৩৭০০৭৯৯) নগদ অফিস থেকে এক লাখ ষাট হাজার টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণের ৪মিনিটের পর অনিমেষের এজেন্ট সিম থেকে হ্যাকাররা ০১৮৬৫৫০০০৯০ নাম্বারে পর্যায়ক্রমে ১লাখ ৭৭ হাজার ৪শ ৭০টাকা হাতিয়ে নেয়। ম্যাসেজ পেয়ে বিষয়টি বুঝতে পেরে এজেন্ট ব্যবসায়ী অনিমেষ দেবনাথ তাৎক্ষনিক ভাবে মোবাইলে ও লিখিত ভাবে বাংলাদেশ ডাকবিভাগের “নগদ” জোনাল সেলস ম্যানেজার প্রবীর কুমারকে অবহিত করেন। অভিযোগ পেয়ে নগদ কর্তৃপক্ষ তদন্ত কালে জানতে পারেন হ্যাকাররা তাদের ০১৮৬৫৫০০০৯০ থেকে সমুদয় টাকা ০১৯৪৭১৬০৯০৭ নাম্বারে পাঠিয়ে দিয়েছে। তবে নগদ কর্তৃপক্ষ হ্যাকারদের ব্যবহিত সকল সিমের লেনদেন বন্দ করে দিয়েছে বলে জানিয়েছেন জোনাল সেলস ম্যানেজার প্রবীর কুমার।
মোবাইল ব্যাংকিংয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে। বিষয়টি আমলে নিয়ে এধরণের হ্যাকারদের আইনের আওতায় নিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।