চতুর্থ দফায় ভোটের শুরুতেই উত্তেজনা

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। দেশটির ৯ রাজ্যের মোট ৭১টি আসনে এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশে অনুষ্ঠিত হচ্ছে এ ভোট।

এদিকে সোমবার সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ পর্ব শুরু হতে না হতেই বিভিন্ন আসনে অনিয়ম ও হানাহানির খবর পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের আসানসোলের বারানবিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ আসনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিজেপি অভিযোগ করেছে, কেন্দ্র থেকে তাদের এজেন্টকে জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।

এ ঘটনার পর বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় সেখানে গেলে তৃণমূলের কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ করে। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীরা তাকে সরিয়ে নিয়ে যান। তবে তার আগেই বিজেপির হামলায় এক তৃণমূল কর্মী আহত হয় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বাবুলের অভিযোগ, তৃণমূল আমাকে এক জায়গায় আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু আমাকে আটকাতে পারবে না। আমি সব বুথে ঘুরে বেড়াচ্ছি।

তবে তৃণমূল আবার পাল্টা অভিযোগ করে বলেছে, বাবুল সুপ্রিয়’র অনুগামী-সমর্থকরাই উত্তেজনার সৃষ্টি করেছে। বুথে ঢুকে তৃণমূলের এজেন্টকে ধমাকনোর অভিযোগও উঠেছে বাবুলের বিরুদ্ধে। এ ঘটনায় বাবুলের ভূমিকা খতিয়ে দেখতে রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর। অন্যদিকে বাবুলের গাড়ি ভাঙচুরের ঘটনারও রিপোর্ট তলব করা হয়েছে।

চতুর্থ দফার এই ভোটে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৭টি আসনে ভোট নেয়া হচ্ছে। এরপরই আছে রাজস্থান এবং উত্তরপ্রদেশের ১৩টি আসন। সোমবারই শেষ হচ্ছে মহারাষ্ট্রের সব আসনের ভোট।

এই দফায় পুরো দেশেই একগুচ্ছ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। বিহারের বেগুসরাই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার। উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্রের দুবারের এমপি সালমান খুরশিদ এবারো কংগ্রেসের প্রার্থী।

এই কেন্দ্রের মানুষও রায় দেবেন সোমবার। মুম্বাই উত্তর কেন্দ্রের প্রার্থী উর্মিলা মাতন্ডকর, অনন্তনাগ কেন্দ্রের পিডিপি প্রার্থী তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের মিলিন্দ দেওরা, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবের মতো হেভিওয়েটদের পরীক্ষাও আজ।

কমিশন সূত্র জানিয়েছে, এই দফায় মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৯ লাখ। প্রার্থীর সংখ্যা ৯৪৫। ২০১৪ সালের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এই দফায় যে ৭১টি আসনের ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে বিজেপির দখলে ছিল ৫৬টি আসন। কংগ্রেস জিতেছিল দুটিতে। বাকি আসনগুলো ছিল তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দলগুলোর মতো আঞ্চলিক দলের দখলে।

বিশ্লষকরা বলছেন, ক্ষমতায় আসতে হলে চতুর্থ দফার এ নির্বাচনটি প্রত্যেকটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দলই তাই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এ দফায় তাদের বিজয় নিশ্চিত করতে।

সূত্র: আনন্দ বাজার

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)