সাতক্ষীরা বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য আটক
সাতক্ষীরায় চলছে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান । গত শনিবার ও আজ রোববার দুইদিন ব্যাপী ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে । অভিযানে ভারতীয় রোপা,গরুর মাংস,স্যান্ডেল,কাপড়, ঘোল এবং বিভিন্ন প্রকার ভারতীয় মুদি মালামাল আটক করা হয়।
সাতক্ষীরার ৩৩ বিজিবির সূত্রে জানা যায়,সিমান্তের রাজপুর, ভাদিয়ালী,কালিবাড়ী,হাজিরপুর,ঘোষপাড়া,গাড়াখালী,ও কেড়াগাছি এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রোপা , মালিকবিহীন ২৩৩০ টি ভারতীয় ভিভেল শ্যাম্পু ,৪০ কেজি ভারতীয় ঘোল, ২০ পিচ ভারতীয় কাপড় ,৫৮ কেজি ভারতীয় চা পাতা, ৩২ জোড়া স্যান্ডেল,ও ভারতীয় বিভিন্ন প্রকার মুদি মালামাল আটক করে ।
এছাড়া ,তল্ইুগাছা সিমান্ত থেকে ২০ কেজি ভারতীয় গরুর মাংস আটক করা হয় ।এইসময় সর্বমোট ৭,১৮,৯৮৩/- (সাত লক্ষ আঠারো হাজার নয়শত তিরাশি) টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার,এসকল আটকের কথা নিশ্চিত করেন।