তালায় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচাই প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে তালায় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালীটি বের হয়ে তালা উপ-শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ।স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীনের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, ডা:মেরিনা আক্তার, অফিস প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমান, তালা থানার এএসআই উত্তম কুমার প্রমুখ।
এসময় অতিথিরা বলেন,দেশের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজস্ব একটি প্রকল্পের নাম কমিউনিটি ক্লিনিক প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু।
১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় এসে‘সবার জন্য স্বাস্থ্য’ নীতিমালা বাস্তবায়ন এবং তৃণমূলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ২০০০ সালের ২৬ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় দিবসটি উদযাপিত হয়ে আসছে।