কয়রার চাঁদআলী ব্রিজের জিরো পয়েন্টে ট্রলির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত
খুলনা জেলার কয়রা উপজেলার চাঁদআলী ব্রিজের জিরো পয়েন্টে আজ দুপুর বারটার সময় দ্রুতগতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
আশাশুনির বুধহাটা গ্রামের বাবর আলীর ছেলে নিজাম উদ্দীন(২৩) ট্রলি চালক। সে শাহাপাড়া বিএকে ইট ভাটা থেকে ইট নিয়ে কয়রার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চাঁদআলী ব্রিজের জিরো পয়েন্টে বিপরীত দিক থেকে ভ্যানযোগে আসছিল কয়রা উপজেলার চান্নির চক গ্রামের মৃত নুরবক্ত সরদারের ছেলে জালাল সরদার(৬০)। স্থানীয় জনগণের দাবি ট্রলিটি দ্রুত গতিতে এসে ভাঙারি ব্যবসায়ী জালাল সরদারকে সজোরে ধাক্কা দেয়। পার্শ্ববর্তী লোকজন তার অবস্থা দেখে দ্রুত জায়গীরমহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা করার সময় জালাল সরদার মৃত্যুবরণ করেন।
ট্রলিচালক নিজাম উদ্দীন বিএকে ইট ভাটার নিয়মিত চালক বলে দাবি করে। তার দেওয়া বিএকে ইট ভাটার ম্যানেজার শাহজাদার ব্যবহৃত ০১৭১০-০২৫৯৩৪ নম্বরটি বন্ধ পাওয়া যায়। ট্রলি ও চালক আমাদী ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম শাহ এর হিফাজতে ছিল।
স্থানীয় জনসাধানের দাবি অনতিবিলম্বে চাঁদআলী কয়রা সড়কে অবৈধ ফিটনেস বিহীন এসমস্ত যানবাহন বন্ধ করা হোক।
এ ব্যপারে পাইকগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদ হোসেন জানান,বিষয়টি শুনেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।