সুন্দরবন রেঞ্জের সুন্দরবনের থেকে ৫৫ টি হরিণ মারার ফাঁদ উদ্ধার
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জে আন্ধরমানিক এলাকা গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালায় ।
পশ্চিম সুন্দরবন রেঞ্জের কোবাতক স্টেশনের স্টেশন কর্মকর্তা বেলাল হোসেনের জানান , অভিযানে ৫৫ টি হরিণ মারার ছিটকা ফাঁদ উদ্ধার করা হয়েছে ।
এবং অজ্ঞতা আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে।
Please follow and like us: