বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা
বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কমিশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি এড. ওসমান গণি। সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেননের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক মাস্টার বি এম শামছুল হক, সৈয়দ রেজাউল ইসলাম টুটুল, মোঃ সাইফুল ইসলাম, গাজী জাহাঙ্গীর কবির, অধ্যাপক এম আতিয়ার রহমান, মির্জা আবুল হাসান রিপন, মাহফুজা পারভীন লিপি, মোঃ আমীর হামজা, মোঃ নবাব আলী, শেখ বদিউজ্জামান, মোঃ মোবারক হোসেন, বিধান চন্দ্র বর্মণ, মোঃ আবু সাঈদ, মোঃ হাসান, রঙ্গীন ময়না, শেখ শাহাদাত আলম রিপন, হাবিবুল্লাহ বাদসা, মোঃ শহীদুজ্জামান খোকন, মোঃ মিকাঈল মোল্লা প্রমুখ। সভায় দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্ছার হয়ে স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতি বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জেলা কমিটিকে অবহিত করতে হবে। এছাড়া ইফতার মাহফিল অনুষ্ঠানের ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির আহবায়ক শেখ আমজাদ হোসেন, সদস্য সচিব শেখ জাহাঙ্গীর আলম মেনন, মাস্টার বিএম শামছুল হক, সৈয়দ রেজাউল হোসেন টুটল ও মোঃ শহীদুজ্জামান খোকন।