পদত্যাগ করলেন শ্রীলংকার পুলিশ প্রধান
ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকায় সিরিজ বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন দেশটির পুলিশ প্রধান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পুজিথ জয়াসুন্দর ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন। শিগগিরই নতুন আইজিপি মনোনীত করা হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো পদত্যাগ করেন।
Please follow and like us: