নানা আয়োজনে খুলনা দিবস উদযাপন
খুলনার ইতিহাস ও ঐতিহ্যের ১৩৭ বছর পূর্তিতে শনিবার নানা আয়োজনে ‘খুলনা দিবস-২০১৯’ উদযাপিত হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে সকালে সংগঠনের মজিদ সরণির কার্যালয়ের সামনে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খুলনা দিবসের উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, ডিসি মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম, সাবেক এমপি মিজানুর রহমান মিজান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম, অধ্যক্ষ মাজহারুল হান্নান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম হাবিব, আব্দুল জব্বার মোল্লা, শরীফ ফজলুর রহমান, উন্নয়ন নেতা লোকমান হাকিম, অ্যাডভোকেট এসএম মঞ্জুর-উল-আলম, নাগরিক নেতা অ্যাডভোকেট কুদতর-ই-খুদা প্রমুখ।
বক্তরা বলেন, ১৮৪২ সালে খানজাহান আলী (রা.) স্মৃতি বিজড়িত ভৈরব-রূপসা বিধৌত পূর্ণভূমি নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দফতর স্থাপিত হয়। খুলনা মহাকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগলিক অবস্থানের কারণে খুলনার গুরুত্ব অনেক বেশি হওয়ায় মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬৩০ বর্গ মাইল এলাকা, ৪৩ হাজার ৫শ জনসংখ্যা অধ্যুসিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় এবং খুলনার প্রথম জেলা ম্যাজিস্ট্রেট মি. ডাব্লিউ এম ক্লে দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে খুলনার ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক দৃশ্য সম্বলিত বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মহানগরীর মজিদ সরণির সংগঠনের কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উন্নয়ন ভবনের সামনে এসে শেষ হয়।