আশাশুনিতে ২ ওয়ারেন্টের আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই হারুনুর রশিদ অভিযান চালিয়ে জিআর-৩৩৫/১৭ (ওয়রেন্ট) আসামী কাটাখালী গ্রামের রাজুউল্লাহ সানার ছেলে ইব্রাহিম সানাকে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই শাহ জামাল পৃথক অভিযানে নাঃ শিঃ ২৭/১৭ ও জিআর-৩২৫/১৩ (ওয়ারেন্ট) আসামী গদাইপুর গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে আল আমিন সরদারকে গ্রেফতার করেন।
Please follow and like us: