সুযোগ পেলেই এই নায়ককে চুমু খাবেন জাহ্নবী
জাহ্নবী কাপুর। প্রয়াত বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর কন্য তিনি। নিজের প্রথম ছবি ‘ধড়ক’ দিয়েই নিজের জাত চিনিয়েছেন। তবে এ স্টার কিডেরও রয়েছে একটা গোপন ইচ্ছে। আর সেটি এবার প্রকাশ করলেন তিনি।
তিনি জানান, সুযোগ পেলেই অভিনেতা ভিকি কৌশলকে চুমু খেতে চান এই অভিনেত্রী।
নেহা ধুপিয়ার রেডিও শোতে হাজির হয়েছিলেন জাহ্নবীঅ। আর সেখানেই নেহা ধুপিয়ার প্রশ্নে জাহ্নবী কাপুর স্পষ্টই জানালেন, তিনি যদি সুযোগ পান তাহলে ভিকি কৌশলকেই চুমু খাবেন।
নেহা অবশ্য জাহ্নবীকে অপশনও দিয়েছিলেন। কিন্তু কার্তিক আরিয়ানকে পাশে রেখে ভিকিকেই পছন্দ জাহ্নবীর।
Please follow and like us: