সাতক্ষীরায় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গণশুনানি
সাতক্ষীরায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গণশুনানি বৈঠক হয়েছে।
ভোমরা স্থল বন্দর সম্মেলন কক্ষে গণশুনানি বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সমস্যা (ট্রাফিক) যুগ্ম সচিব ড. শেখ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব হাওলাদার জাকির হোসেন।
ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক রেজাউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন হোসেন, সাতক্ষীরার এসপি (ভারপ্রাপ্ত) ইলতুৎমিশ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের হাবিলদার বিশ্বজিত, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম প্রমুখ।
Please follow and like us: