তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দলিত, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা মেলা বাজার উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার অফিস রুমে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত সভায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সংস্থার প্রশাসন ও হিসাব বিভাগের সদয় কুমার দাসের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও সঞ্জীবন সংস্থার ট্রেইনার মার্ক সরকার। এসময় ১০জন দলিত, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের মাঝে প্রত্যেককে চার হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়।
Please follow and like us: