কলারোয়া সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা ৪টি গরু উদ্ধার
বৃহস্পতিবার (২৫এপ্রিল) ভোররাতে উপজেলার কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা গরুগুলো উদ্ধার করে।
সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (পিবিজিএম, পিএসসি,জি)
বিষয়টি নিশ্চিত করে জানান- কলারোয়ার কাকডাঙ্গা বিওপির কমান্ডার হাবিলদার নুর আলম নেতৃত্বে টহলরত বিজিবির একটি দল সীমান্তের ১৩/৩-এস এর ৪ আরবি পিলার সংলগ্ন এলাকায় কেড়াগাছি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২,৪০,০০০ টাকা। তবে সেসময় কোন চোরাকারবারী আটক হয়নি।
তিনি আরো বলেন- সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।
Please follow and like us: