এবার তামিল ছবিতে খলনায়কে শাহরুখ
বলিউড বাদশা শাহরুখ খান ভিলেনের খাতায় নাম লেখাচ্ছেন। তাও আবার হিন্দি সিনেমায় না, ভারতের দক্ষিণী সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। সিনেমাটির নাম ‘থালাপতি ৬৩’।
এই সিনেমার মূল অভিনেতা জনপ্রিয় দক্ষিণী নায়ক জোসেফ বিজয়। সিনেমাতে জোসেফ বিজয়ের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে শাহরুখকে। ১৫ মিনিটের একটি মারামারির দৃশ্যে তাকে দেখা যেতে পারে।
জানা গেছে, নির্মাতারা চেয়েছিলেন এই গুরুত্বপূর্ণ ভূমিকায় কোনও বলিউড অভিনেতা অভিনয় করুন। সেই অনুযায়ী শাহরুখকে এই খলনায়কের দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। তিনি রাজিও হয়ে যান।
চরিত্রটির জন্য চেন্নাই অথবা মুম্বাইতে চার-পাঁচ দিনের শুটিংয়ে অংশ নেবেন বলিউড বাদশা। সিনেমাটির পরিচালক অতলী কুমার। এই সিনেমার গানে বিখ্যাত শিল্পী, সঙ্গীত পরিচালক এ আর রহমান সুর করেছেন।
এর আগেও বলিউডে ভিলেনের চরিত্রে শাহরুখকে দেখা গেছে। তবে এবার ভিলেনের জয় নাকি পরাজয় হবে তা দেখার অপেক্ষায় ভক্তরা। সূত্র- ইন্ডিয়া টুডে