জায়ানের মরদেহ দেশে আসছে আজ
শ্রীলঙ্কার কলম্বোয় ভয়াবহ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর (৮) মরদেহ বুধবার দেশে আসবে।
এদিন দুপুর ১টা ১০ মিনিটে তার মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
মঙ্গলবার আওয়ামী লীগের মুখপাত্র আব্দুস সোবহান গোলাপ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতির (জায়ান) মরদেহ বুধবার দুপুর ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
আব্দুস সোবহান বলেন, বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার ইস্টার সানডের দিনে গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৫০০ জনের বেশি।
এ ঘটনার তিন পর হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস (আইএস)। মঙ্গলবার আইএসের মুখপাত্র আমাক থেকে হামলার দায় স্বীকার করা হয়। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি আইএস।