কলারোয়ায় প্রদীপ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
জাত-পাত নিপাত যাক, মানবতা মুক্তি পাক এই প্রতিপাদ্যকে সামনের রেখে কলারোয়ায় প্রোমোটিং রাইটস অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপুলস (প্রদীপ) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পরিচিতি সভার আয়োজন করেন পরিত্রাণ নামে একটি এনজিও প্রতিষ্ঠান। উপজেলা দলিত পরিষদের সভাপতি জয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ।
এসময় অতিথি হিসারে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কলারোয়া থানার এসআই মাহমুদুর রহমান মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, যুবউন্নয়ন অফিসার এস্মতারা বেগম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, পিপিআই মনিরুল হক, কারিতাস খুলনা অঞ্চল আইসিডিপি ঋষি প্রকল্পের কলারোয়া শাখার সিডিও সুকুমার দাস, কেঁড়াগাছি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সাধারণ সম্পাদক সন্দিপ রায়, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু উত্তম কুমার ঘোষ, পরিত্রাণের প্রদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার দাস, প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার রবিউল ইসলাম, প্রদীপ প্রকল্পের এফএফ আলামিন প্রমুখ। উল্লেখ্য-উক্ত পরিচিতি সভায় জালালাবাদ ও যুগিখালী ইউনিয়নের প্রদীপ প্রকল্পের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।