সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা
‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নার্সিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হালদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়ের আলম, সহকারী শিক্ষক মোঃ. ইকবাল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা সুদেব কুমার দে, প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন।