পাঁচ গ্রামের যৌথ উদ্যোগে ষোল প্রহর মহানাম যজ্ঞ আজ থেকে শুরু
নাম ভজ নাম চিন্তা নাম কর সার,নাম বিনা কলিযুগে গতিনাহি আর!! আজ থেকে আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পাঁচ গ্রামের (পিরোজপুর,গোয়ালডাঙ্গা,দূর্গাপুর,ভোলানাথপুর,পশ্চিম খাজরা) যৌথ উদ্যোগে ষোল প্রহরব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
তেত্রিশতম বর্ষীয় ষোল প্রহরব্যাপি মহানাম যজ্ঞের অনুষ্ঠানমালায় থাকছে সোমবার ভাগবত আলোচনা,মঙ্গলঘট স্থাপন ও মহানাম যজ্ঞের শুভ অধিবাস।
মঙ্গল ও বুধবার অরুণোদয় হতে ষোল প্রহরব্যাপি অখণ্ড শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন সহযোগে সেবা কার্যাদি।
বৃহস্পতিবার প্রভাতে নাম সমাপনতে কুঞ্জভঙ্গ,নগরপরিক্রমা,বেলা এক টায় মহাপ্রভুর ভোগ মহোৎসব এবং প্রসাদ বিতরণ। পরিশেষে রাত নয়টায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন নড়াইল থেকে গৌরি দেবী সম্প্রদায়।
কলির পাপাচ্ছন্ন বিশ্বমানবের দুঃখ মোচন, শান্তি ও মুক্তির কল্যাণ কামনায় নামাবলী পরিবেশনা করবেন কৃষ্ণ ভক্ত সম্প্রদায়,শিশু কৃষ্ণ সম্প্রদায়,প্রভু নিতাই সম্প্রদায়,গৌরি দেবী সম্প্রদায়,মিলন তীর্থ সম্প্রদায়,প্রভু প্রিয়া সম্প্রদায়।
স্থানীয় বাসিন্দা ঠাকুরদাশ সানা ও নিরাপদ মন্ডল বলেন এবার ষোল প্রহর ব্যাপী মহানাম যজ্ঞে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটবে। ভক্তবৃন্দের পদচারণয় মুখরিত হবে পিরোজপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ।