দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ
এ ব্যাপারে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সোমবার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মন্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে একাকার হয়েছে শতাধিক মৎস্য ঘের। রাতের জোয়ারে পানি ঢুকলে পাশর্^বর্তী শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি, মাড়িয়াড়া ও হাজরাখালি গ্রাম প্লাবিত হয়। এদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে গদ দুইদিন বাধ মেরামতের চেষ্টা করেও জোয়ার শুরু হওয়ায় ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান বলেন,কোলার বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে।২/১ দিনের মধ্যে এটি আট কানো সম্ভব হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে।দ্রুত বেড়িবাঁধ সংস্কারের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।