কলারোয়ায় উত্তরণের ওয়াশ পরিকল্পনা বিষয়ক কর্মশালা
কলারোয়ায় উত্তরণের টিএলসিসি সদস্যদের নিয়ে ওয়াশ পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহণ করেন ও বক্তব্য দেন-পৌর কাউন্সিলর লুৎফুন নেছা, সন্ধ্যা রানী বর্মণ, মেজবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দিন আকি, এসএম মফিজুল হক, কলারোয়া পৌর সভার ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তার আরিফ হোসেন, প্রধান অফিস সহকারী মীর তৌহিদুর রহমান, সেনেটারী ইনেন্সপেক্টার সুরেন্দ্র শেখর কাজল, পেশাজীবী প্রতিনিধি-শেখ শহিদুল ইসলাম, কবি আজগর আলী, জুলফিকার আলী, সন্তোষ কুমার পাল, রনজিৎ কুমার ঘোষ, শিলা রাণী হালদার, রুহুল আমিন, লিলি বেগম, রেখছোনা পারভীন, নাজমা খাতুন, লাভলু, হাসান আলী, ঢাকা আহছানিয়া মিশন ও আমাদের কলারোয়া প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া উত্তরণের প্রোজেক্ট ম্যানেজার হেদায়েত উল্লাহ মুকুল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উত্তরণের প্রোজেক্ট কো অডিনেটর হাসিনা পারভীন। অনুষ্ঠানে ওয়াশ পরিকল্পনা বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি এবং চাহিদা সৃষ্টি লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।