কালিগঞ্জে বালু বহনকারী যানবাহনের জন্য অতিষ্ঠ সাধারণ মানুষ
সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন স্থানে রাস্তার পাশে অবৈধ বালু রাখায় চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয়রা। নিয়ম না মেনে শুকনা বালি অবৈধ যানবাহন নছিমন, ডাম্পার ও মিনি ট্রাক দিয়ে বালু বহন করায় স্কুলের ছাত্র-ছাত্রীসহ পথচারীরা পরছেন বিপাকে। সরেজমিনে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দমদম এলাকায় যেয়ে দেখাযায় নদী থেকে বালু উত্তোলন করে রাখা হচ্ছে রাস্তার পাশে।একটু বাতাস এলেই পাশ^বর্তী দোকানে, স্কুলে ও পথচারীদের চোখে ও মুখে উড়ে ভর্তি হয়ে যাচ্ছে বালুতে।
স্থানীয় সাহেদ,জয়নাল ও লিপিসহ অনেকে বলেন, রাস্তার পাশে বালু রাখায় বিভিন্ন প্রকার সমস্যা ও ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বালু আনা নেওয়ার জন্য প্রতিনিয়ত ব্যবহৃত ডাম্পার ও মিনি ট্রাকের কারণে ভাড়াশিমলা থেকে কালিগঞ্জ সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া শুকনা বালু প্রতিনিয়ত যানবাহনে বহনকরায় ধুলার মধ্য দিয়ে তাদের চলাচল করতে হয়।
উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহামান বলেন,প্রতিদিন দেড় থেকে দুইশত যানবাহন বালু বহনের কাজে নিয়োজিত থাকে। তাদের বিদ্যালয়টি রাস্তার পাশে হওয়ায় যানবাহনের অতিরিক্ত শব্দের জন্য শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হয়। এছাড়া সব সময় ভয়ের ভিতরে থাকতে হয় তাদের অবৈধ যানবাহনের কবলে পড়ে কখন নাজানি কোন ছাত্র-ছাত্রী দূর্ঘটানার শিকার হয় ।
এবিষয়ে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস বলেন, রাস্তার পাশে অবৈধভাবে বালু রাখায় চরম বিপাকে পড়েছে স্থানীয়রা। তবে বালু ব্যবসায়ীরা যাতে রাস্তার পাশে বালু রাখা ও অবৈধ যানবাহন দিয়ে বহন না করতে পারে সে বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
অবৈধ যানবাহন দিয়ে বালু বহন করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, বিষয়টি তিনি অবগতনন। জনমানুষের ভোগান্তিতে ফেলে কোন ব্যবসা করা যাবেনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।