৫ বছরের মধ্যে আবারো চাঁদে মানুষ পাঠানো সম্ভব?
আগামী পাঁচ বছরের মধ্যে আবারো চাঁদে নভোচারী পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় মহাকাশ কাউন্সিলে (এনএসসি) সম্প্রতি এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তারপরই প্রশ্ন উঠেছে, দেশটি সত্যিই আবারো চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হবে? কারণ এর আগেও দু’বার এমন পরিকল্পনা করেছিল আমেরিকা। ছক আঁকার সময়ই সেটা বাতিল হয়ে যায়!
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বুশ ও প্রেসিডেন্ট ওবামার আমলে বাতিল করা হয়েছিল দুটি প্ল্যান। ওবামার আমলে বাতিলের কারণ হল, সীমিত বাজেট। কিন্তু তার আমলে যুক্তরাষ্ট্রের মহাকাশ-গবেষণা খাতে একটি বড় সংস্কার হয়েছিল। সেটি হচ্ছে, বেসরকারি কোম্পানিকে নাসা বা সামরিক পক্ষের উপগ্রহ উত্ক্ষেপণ প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব দেয়া। এর ফলে ‘স্পেস এক্স’-এর মতো বেসরকারি কোম্পানি মহাকাশ-গবেষণায় অবদান রাখার সুযোগ পেয়েছে।
‘স্পেস এক্স’ নাসার অর্ডার পেয়ে দ্রুত ‘বাণিজ্যিক মহাকাশ বাজারের’ তিন ভাগের এক ভাগ দখল করেছে। এ কোম্পানি নিজের মহাকাশযান ‘ড্রাগন’ তৈরি করেছে। গত মার্চ মাসে ড্রাগন প্রথমবারের মতো আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হতে সক্ষম হয়। এরই মধ্যে মাইক পেন্স আগামী পাঁচ বছরের মধ্যে আবার চাঁদে অনুন্ধান-কাজ চালানোর ঘোষণা দিলেন।
পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ শিল্পের পরিবেশ ওবামার আমলের তুলনায় অনেক উন্নত হয়েছে। এতে আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর মতো পরিকল্পনা বাস্তবায়নের এক বাস্তব ভিত্তি গড়ে উঠেছে।