তালায় ট্রাক লাগিয়ে ১১৫ বস্তা চাউল চুরি
সাতক্ষীরার তালা বাজারের কপোতাক্ষ রাইচ মিল থেকে ট্রাক লাগিয়ে ১১৫ বস্তা চাউল ও নগদ ৯০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে এ দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
কপোতাক্ষ রাইচ মিলের মালিক খড়েরডাঙ্গা গ্রামের জিল্লুর রহমান জানান, শুক্রবার রাত ১১ টার দিকে মিলে তালা লাগিয়ে বাড়িতে আসি। সকালে গিয়ে দেখতে পাই মিলের ক্লবসিক্যাল গেটের তালা ভাঙ্গা। ভিতরে থাকা ১১৫ বস্তা চাউল ও নগদ ৯০ হাজার টাকা নেই। বাজারের নৈশ প্রহরীর যোগসাজশে এমন চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা।
তিনি বলন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের নৈশ প্রহরী শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। সে চুরির সঙ্গে জড়িত। জেনেছি, ট্রাক লাগিয়ে মিলের মধ্যে থেকে চাউলের বস্তাগুলো ট্রাকে তুলে অন্যত্র সরানো হয়েছে।
ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ১১৫ বস্তা চাউল একেবারে কম নয়। একেবারে রাস্তার পাশে মিলটি অবস্থিত। সেখান থেকে এতগুলো বস্তা চাউল চুরি করাও প্রায় অসম্ভব। তবুও ঘটনার তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।