আশাশুনির কাদাকাটিতে বিষ প্রয়োগে মাছ নিধন
আশাশুনি উপজেলার কাঁদাকাটিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কাদাকাটি গ্রামের মৃত নেয়ামত আলি সরদারের ছেলে মহব্বত আলি বাড়ির পাশে দেড় বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। পুকুরে রুই, কাতলা, মৃগেল, গ্লাস কার্পসহ বিভিন্ন প্রজাতের সাদা মাছ ছিল। পুকুরটি একই গ্রামের কওছার সরদারের ছেলে কাশেম ও আনছার আলির ছেলে আশরাফ ডিড নিয়েছেন। বুধবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। শুক্রবার ভোরে পুকুরে মাছ ছটফট করতে দেখে বিষ দেওয়ার বিষয়টি জানাজানি হয়। দ্রুত জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে রিপকর্ড নামের বিষের বোতল পাওয়া যায়। বিষক্রিয়ায় ৬০/৭০ হাজার টাকার মাছ মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Please follow and like us: