শ্যামনগরে নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’র ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্যোশাল হেল্প অর্গানাইজেশন এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃবার (১৮ ই এপ্রিল ২০১৯) সকাল ১০ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় অভিমুখে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা দ্রুত আইনে নুসরাত জাহান রাফি’র উত্ত্যক্তকারী ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী তোলা হয়।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনূর রশীদ সুমন, সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হুসাইন, সুন্দরবন স্যোশাল হেল্প অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাকালীন সদস্য যথাক্রমে মো. ইসহাক হোসেন, হাফিজ আল আসাদ, জামাল হোসেন, মোহাম্মাদ জসিম, আব্দুল সালাম কার্লুস, মো. ইমাম হোসেন, মো. আব্দুল্লাহ, এম নুরুজ্জামান, মো. ইব্রাহীম খলিল, আব্দুর রহমান, গফফার, মো. ইয়াছিন, এম গোলাম মোস্তফা, আল-আমিন, আব্দুস সালাম, সোহাগ হোসেন প্রমুখ।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশকে সফল করার লক্ষ্যে সংহতি প্রকাশ করে যোগ দেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের (ভারঃ) প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক মো. বশির আহম্মেদ, সহকারি শিক্ষক পাভেল কুমার জোয়াদ্দার, সহকারি শিক্ষক মো. বিল্লাল হোসেন সহ সর্বস্তরের নারী-পুরুষ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ।