বনবিভাগের অভিযানে অবৈধ জাল ও নৌকা আটক
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জর মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন গৌর বাবুর খাল থেকে ভোর পাঁচটার সময় অবৈধ ভেশালি জাল বিষ দিয়ে মাছ ধরার বোতলসহ নৌকা আটক করে মুন্সিগঞ্জ বন বিভাগের টহল ফাড়ি। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কর্মকর্তা কালু মিয়া, বাদশা শেখ অভিযান চালিয়ে নৌকা সহ মালামাল আটক করে। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে আসামিরা নৌকা থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা কবির হোসেন জানান, মালামাল এর উপর মামলা দেয়া হয়েছে মামলা নাম্বার পিওর 4/মব মুন্সিগঞ্জ। যে সকল ব্যক্তিরা বিষ দিয়ে মাছ শিকার করে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে পদক্ষেপ নেওয়া হবে এবং ধরতে পারলে হাত কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।
Please follow and like us: