কলারোয়ায় দুপ্রক’র বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলারোয়া মডেল হাইস্কুলের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩ টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভকারীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে। তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, দুপ্রক সদস্য সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।