শ্যামনগরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করল শিক্ষক! থানায় মামলা
শ্যামনগর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এবিষয়ে অভিযুক্ত নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় বুধবার সকাল ১১ টার দিকে শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। লিখিত এজাহারের উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে স্কুলে ফাকা পেয়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিত হাফিজুর।
গত ১৫ এপ্রিল সকালে স্কুল ড্রেজের সাথে অন্য ওড়না পরার অপরাধে এক ছাত্রীর শরীল থেকে ওড়না খুলে নিয়ে দাড় করিয়ে দেয় ওই শিক্ষক। প্রায় ১০ মিনিট ওড়না বিহীন দাড় করিয়ে রাখে তাকে।এঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক এবং সুশীল সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ১৭ এপ্রিল সকালে শ্লীলতাহানির অভিযোগ এনে ওই ছাত্রী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন,এবিষয়ে একটি মামলা দায়ের হয়েছে অভিযুক্ত লাইব্রেরিয়ান হাফিজুর রহমানকে ধরার জন্য অভিযান অব্যহত আছে।