কলারোয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো পুতুল নাচ ও বৈশাখী মেলা
সাতক্ষীরার কলারোয়ায় আইনি অনুমতি না নেওয়ায় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা ও অশ্লীল পুতুল নাচ ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ এপ্রিল ) সন্ধ্যা ৭ টায় উপজেলার ১২ নং যুগীখালী ইউনিয়নের যুগিখালী বাজারের পশ্চিম পাশে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে কলারোয়ার যুগিখালীতে এই কথিত বৈশাখী মেলা ও অশ্লীল পুতুল নাচের আয়োজন করে জাহাজমারী এ বি পার্কের মালিক আবুল বাশার ও স্থানীয় ইউপি সদস্য এম এ কালাম ।
স্থানীয়দের বরাতে আরোও জানা যায়, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুতুল নাচ শুরু হওয়ার মুহুর্তে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মনিরুজ্জামান, সাব-ইন্সপেক্টর (এস আই) মিজানুর সহ কলারোয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে কোনো প্রকার আইনি অনুমতি বহির্ভূত মেলার আয়োজন করার কারণে মেলাটি তাৎক্ষনিক ভাবে বন্ধ ঘোষণা করেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এই বৈশাখী মেলার আড়ালে সামাজিক অপকর্ম ও অশ্লীল পুতুল নাচের আয়োজন করেছিল কর্তৃপক্ষ ।কলারোয়া থানা পুলিশের হস্তক্ষেপে বন্ধ হওয়াতে এই এলাকার ছাত্র ছাত্রীরা নৈতিক অবক্ষয়ের কালো থাবা থেকে রেহাই পেয়েছে ।
এ প্রসঙ্গে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে মেলার আয়োজন করার কারণে তা আমরা বন্ধ করেছি।