সড়কে শৃঙ্খলা ফেরাতে শুরু হলো ‘ট্রাফিক পক্ষ’
ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং দুর্ঘটনা রোধে সারাদেশে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে দেশজুড়ে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (ট্রাফিক ম্যানেজম্যান্ট) একেএম মোশারফ হোসেন মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ পক্ষ। এ সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাই করা হবে।
এর আগে সড়কে শৃঙ্খলা আনতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করে ডিএমপি।
Please follow and like us: