আশাশুনিতে ডলফিন সংরক্ষণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার কুল্যায় ডলফিন সংরক্ষণে সচেতনতা মূলক কার্যক্রম স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার জন্য রক্ষিত এলাকা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত ক্যাম্পেইনে ডলফিন সংরক্ষণ এবং বাংলাদেশের ডলফিন ও সুন্দরবনে তাদের অভয়ারণ্য বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে তথ্য বহুল ও চিত্র সম্বলিত আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্টের ফ্যাসিলেটেটর জুবাইর হুসনা ফাহাদ। পুষ্টিকর খাদ্য সম্পর্কে আলোচনা রাখেন সুপারভাইজার মুরারী মোহন সরকার। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন শরণ কুমার চৌহান। প্রধান শিক্ষক মোঃ সাফিউল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, এসএমসি সদস্য হাবিবুর রহমানসহ স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। সবশেষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২৩ জনকে পুরস্কৃত করা হয়।