সাতক্ষীরায় সরকারি কর্মকর্তার ফ্লাক লাগানো গাড়ি থেকে পাঁচবস্তা ফেনসিডিল উদ্ধার
সাতক্ষীরার শহরে অভিযান চালিয়ে বিলাশবহুল পাজারু গাড়িতে করে পাচারের সময় ১ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে র্যাব ৬ এর একটি দল।
রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের সীমান্ত আবাসিক হোটেলের সামনে দাড়িয়ে থাকা বিলাশবহুল পাজারু গাড়িতে অভিযনচালিয়ে বিশেষ ভাবে পাঁচটি বস্তায়ভরা ১ হাজার বোতল ফেনসিডিলসহ আক্কাজ আলী নামের এক জনকে করেছে র্যাব।
র্যাব ৬ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ সাতক্ষীরার কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা (এস) জানান গোপন সূত্রে খবর পেয়ে তিনি কয়েকজন র্যাব সদস্য নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় সরকারি কর্মকর্তাদের ব্যবহারিত ফ্লাক লাগানো বিলাশবহুল ঢাকা মেট্রে ঘ ১১-১৬২৪ নম্বারের গাড়ির ভেতরে অভিনব কায়দায় পাঁচটি বস্তায় ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি জানান গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি হলেন ধামরাইর উপজেলার সোমবাগ গ্রামের হারুনার রশিদেও ছেলে আক্কাজ আলী। ভারত থেকে চোরা পথে আসা ফেনসিডিলের চালান ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছেন তিনি।