বর্ণাঢ্য আয়োজনে বাঙালীর ঐতিহ্য বাংলা বর্ষবরণ আনন্দে মাতোয়ারা বাগেরহাটবাসী

সকল বিষাদের গ্লানি ভুলে, নব কেতনের ধ্বজা তুলে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিয়ে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করছে বাগেরহাটবাসী । এ উপলক্ষে রোববার সকালে মঙ্গল শোভাযাত্রা করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

শোভাযাত্রাটি জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে জেলা প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে আটদিনের বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নববর্ষ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলা, স্বাধীনতা উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া প্রতিবারের মতো জেলা প্রশাসকের বাসভবনে সর্বসাধারণের জন্য পান্থা-ইলিশ উৎসবের আয়োজন রয়েছে।নববর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে রয়েছে র‌্যাব-পুলিশের কয়েক স্তুরের নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি।
বাংলা বর্ষবরণ-২০২৬ উপলক্ষ্যে রোববার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পান্তা ভাত , মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা , আলোচনা সভা ,হা-ডু-ডু খেলা অ

উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, ওসি (তদন্ত) ঠাকুরদাস মন্ডলের নেতত্বে বর্ণাঢ্য র‌্যালি সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে পৌর সদরের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু হুরাইরা দাখিল মাদ্রাসা, কাঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি লাইসিয়াম একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালিতে অংশগ্রহন করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে পান্তা ভাত পরিবেশন করা হয়। একইদিনে উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এইভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা.মোরেলগঞ্জ লতিফিয়া ফাযিল মাদ্রাসায় বাংলা বর্ষবরণ উপলক্ষে পান্তা ভাত-ইলিশ পরিবেশন,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এছাড়াও উপজেলা বিএসএস দাখিল মাদ্রাসা, হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসা, মনোয়ারা দাখিল মাদ্রাসা, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর চিপা বারইখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ আদর্শ সরকারি প্রাখমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বাঙালী সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি প্রদর্শণ শেষে অফিসার্স ক্লাবের উদ্যোগে অতিথিদের আপ্যয়ন করা হয় গ্রামীণ ঐতিহ্যের চিরায়ত পান্তা -ইলিশ আর বিভিন্ন রকমের ভর্তা ভাজি দিয়ে। বাগেরহাট জেলার ৯ উপজেলা বিভিন্ন স্থানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

নববর্ষ উপলক্ষে আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে পৌরপার্ক, সুন্দরবন রিসোর্ট সেন্টার, চন্দ্রমহল, বাগেরহাট যাদুঘর ও ষাটগম্বুজ মসজিদসহ পর্যটন স্পটগুলো।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)