গাজীপুরে সুতার গুদাম-ঝুট গুদামে আগুন
গাজীপুর মহানগর ও কোনাবাড়িতে শনিবার রাতে স্পিনিং মিলের সুতার গুদাম ও ১৫টি ঝুট গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গাজীপুর মহানগরের জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলের সুতার গুদামে আগুন লাগে এবং কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লেগে ১৫টি ঝুট গুদাম মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, রাত ১১টায় মহানগরের জরুনে কেয়া স্পিনিং মিলের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড ও টঙ্গী ইউনিট গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, কোনাবাড়ির দেওলিয়া বাড়িতে রাত ৯টায় আগুনে ১৫টি ঝুট গুদাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কালিয়াকৈর, ডিবিএল, জয়দেবপুর ও সাভার ইপিজেড ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।