সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে তরকারী ব্যবসায়ীর স্ত্রীর সাপের কামড়ে মৃত্যু
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামে শনিবার (১৩ এপ্রিল) সকালে বিষধর সাপের কামড়ে ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
মৃতের নাম আনজুয়ারা খাতুন (৫১)। সে ব্রহ্মরাজপুর বাজারের তরকারী ব্যবসায়ী ও উমরাপাড়া গ্রামের মোঃ আব্দুল মাজেদ ঢালীর স্ত্রী।
গ্রামবাসী জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে গরুকে খাওয়ানোর জন্য বাড়ির আঙ্গিনায় বিচলি গাদা থেকে বিচলি আনতে গিয়ে বিষধর সাপ ডান হাতের একটি আঙ্গুলে কামড় দেয়।
প্রথমদিকে অল্প জ্বালা-যন্ত্রণা শুরু হলেও সে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁক শুরু করে। একপর্যায়ে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা এগারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রহ্মরাজপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল করিম মিঠু সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।