রাউতাড়ায় অষ্ট প্রহর ব্যাপী অখন্ড মহানাম যজ্ঞ অনুষ্ঠিত
ভজন পুজন আর হরি গুনগান,মানব জীবনে হয় কর্তব্য প্রধান। তারই আলোকে কপোতাক্ষ নদের তীরস্থ সবুজ ছায়া ঘেরা আশাশুনি উপজেলার রাউতাড়া রাজবংশী পাড়ায় কালি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এগারতম অষ্ট প্রহরব্যাপি শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান।আশুতোষ সানার সভাপতিত্বে মহানাম যজ্ঞের সকল কমিটির সমন্বয়ে এ যজ্ঞ অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাজরা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,মোঃ সোলাইমান গাজী,আনারুল ইসলাম গাজী,সাইফুল ইসলাম,ফয়সাল,ঠাকুরদাশ মন্ডল,সুব্রত গোলদার,শান্ত দাশসহ আরও অনেকে।
অনুষ্ঠান সূচীর মধ্য ছিল মঙ্গলবার শ্রী শ্রী মহামায়ের পূজা,বুধবার সকাল আটটায় মায়ের প্রসাদ বিতরণ,বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ অধিবাস,মঙ্গলঘট স্থাপন শ্রীমদ্ভাগবত আলোচনা,শুক্রবার শ্রী শ্রী তারকবক্ষ্ম হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ।নামাবলী পরিবশেনায় গৌর সুন্দর সম্প্রদায়,পাগলভোলা সম্প্রদায়,নবরন্ত সম্প্রদায়,স্বর্গসুধা সম্প্রদায়,নব গৌরাঙ্গ সম্প্রদায়।এ যজ্ঞ অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম লক্ষ্য করা যায়।