বৈশাখী সাজে সাজতে ধুম পড়েছে কলারোয়ায়
একদিন পরেই বাংলা নববর্ষ। পহেলা বৈশাখে বৈশাখী সাজে সাজতে ধুম পড়েছে কলারোয়ায়। বাঙালি সাজে সাজতে বিভিন্ন বয়সীরা জামা-কাপড় ও অন্যান্য সাজসজ্জা কিনতে রীতিমতো ভিড় করছেন দোকানগুলোতে। ফলে স্বাভাবিকভাবেই জমে উঠেছে পহেলা বৈশাখের কেনাকাটা।উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার হাটবাজারগুলোতেও চলছে কেনাকাটার ধুম।
সরেজমিনে দেখা যায়, কলারোয়া বাজারে শাড়ি-কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকানে উপচেপড়া ভিড়। বাজারের বিলাসী বস্ত্রালয়, মাতৃ বস্ত্রালয়, সৈকত বস্ত্রালয়, সোহান ফ্যাশন হাউজ, স্টার ফ্যাশন হাউস, মোয়াজ ফ্যাশন, নিউ ডিজিটাল গামেন্টসসহ বিভিন্ন কাপড়ের দোকানে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। সাদা-লাল, হলুদ ইত্যাদি রঙের বৈশাখী পোশাক বিক্রি হচ্ছে বেশি। শিশু ও নবীনদের পাশাপাশি মেয়েদের কেনাকাটা করতে দেখা গেছে বেশি। নিউ ডিজিটাল গার্মেন্টেসের মালিক গৌতম ঘোষ জানান- পহেলা বৈশাখ উপলক্ষে তার প্রতিষ্ঠানে ভালোই বেচাকেনা হচ্ছে। অন্যবারের তুলনায় এবার মানুষজন আনন্দ-আমেজে কেনাকাটা করছেন।