সাতক্ষীরায় কোমরপুর কালিমাতা মন্দিরে শুরু হয়েছে বাসন্তী পূজা
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মা দুর্গাকে বরণ করে নেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবছরও কোমরপুর কালিমাতা মন্দিরে যুব সংঘের উদ্যোগে (৫ দিন ব্যাপী) শুরু হয়েছে ৩৯ তম বাসন্তী পূজা।
বৃহস্পতিবার সকালে প্যান্ডেলের ভিতরে বিভিন্ন বাদ্যযন্ত্র মধ্যে দিয়ে দেবীকে আগমন জানানো হয়েছে। তাছাড়া আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে গানের সাথে সাথে ভিন্ন ভিন্ন লাইটিং এর।
সন্ধ্যায় বেলতলায় হয়েছে সূচনা পূজা। দুর্গা মাকে বির্সজন দেওয়া হবে সোমবার ১৫ (এপ্রিল)।
হিন্দুশাস্ত্র মতে, বাসন্তী পূজায় দেবী দুর্গারই আরাধনা করা হয়। বসন্ত ঋতুতে দেবীর পূজা হয় বলে এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। হেমন্ত ঋতুতে দেবী দুর্গাকে পূজা করার প্রচলন রয়েছে। তখন দেবীকে কাত্তায়নী নামে পূজা করা হয়। এইসব পূজাতেও শরৎকালের মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়।
বাসন্তী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী কোমরপুর কালিমাতা মন্দিরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মানুষের আনাগোনা।
দৈনিক সাতক্ষীরা/পি এম